Friday, October 1, 2010

Qlinkgroup Captchas Entry Job (100% Payment এর নিশ্চয়তা)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তারপর আবার সরকার ডিজিটাল যুগ বলে ঘোষনা দিয়েছে। যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে এমন কেউ নেই যে ইন্টারনেটের মাধ্যমে আয় করা যায় এমন কোন সাইট বা কাজ খুজেনি। আর যদি কাজ পায় এবং করে থাকি তাহলে তারা টাকা প্রদান করে না। ফলে আমাদের ইন্টারনেটে আয় এর উপর খারাপ ধারনা চলে আসে। আমরা একটি Data Entry কাজ প্রদান করছি। আমরা প্রতি সঠিক ১০০০ এন্ট্রির জন্য ৫০ টাকা প্রদান করে থাকি। ইন্টারনেট ব্যবহার কারীর মধ্যে প্রায় অধিকাংশ ছাত্র। আর তারা অন্তত্য ইন্টারনেট বিল হলেও এর মাধ্যমে তুলতে পারবে। একটি ডাটায় সব্বোর্চ ১২টি অক্ষর থাকবে। ডাটাটি ৩০ সেকেন্ড সময়ের মধ্যে লিখতে হবে। যদি লেখা সম্ভব না হয় তাহলে Kicked Out হয়ে যাবে। ৩ বার Kicked Out হলেই আইডিটি ব্যান হয়ে যাবে। এর প্রায় ২৪ ঘন্টা পরে আইডিটি সচল করা সম্ভব হবে। এখানে আপনারা এক সংগে ২ থেকে ৩টি ব্রাউজার ব্যবহার করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে kicked out না হয়। টাকা সাধারনত ১৫ দিন পর পর প্রদান করা হবে। মোবাইল, ব্যাংক, এস. এ. পরিবহন ইত্যাদির মাধ্যে টাকা দেওয়া হবে।

আমাদের সাথে যোগাযোগ করতে

www.qlinkgroup@gmail.com

ফোন নংঃ ০১৭৪০-৯৪৬৮৫৫

No comments:

Post a Comment